অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ
বরগুনা জেলা ও ইউনিয়ন স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সভা ও কর্ম পরিকল্পনা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামি তিন মাসের কর্ম পরিকল্পনায় স্বাস্থ্য সেবার মানোন্নয়ন সহ সাংগঠনিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানের উপায়সহ নানা বিষয় আলোচনা হয়।
পরিকল্পনার মধ্যে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, দুর্নীতি দমনে সক্রিয় অভিযান, শূন্য পদ, কার্যক্রম, প্যাথলজিস্ট বিভাগের জনবল থাকা বা সময়ের আগে বন্ধ হওয়া,
রেফারেন্স সিস্টেম, প্রচার প্রচারণা, টেকনিশিয়ানদের প্রশিক্ষণ ঠিক ঠাক করছে কি না তা পর্যালোচনা, হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা পর্যালোচনা, ডেঙ্গু সচেতনতা বিষয়ক স্বারকলিপি প্রদানসহ নানা উদ্যোগসহ স্বস্থ্য অধিকার যুব ফোরামের নির্দিষ্ট বসার একটি জায়গা, প্রাথমিক চিকিৎসা কিভাবে দেয়া যায় সে বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ, এডভোকেসি প্রশিক্ষণের পুনরাবৃত্তি করা, স্কিল ডেভেলপমেন্টে বিভিন্ন প্রশিক্ষণ, ইয়ুথ কনভেনশন সহ জেলা ও অন্যান্য ইউনিয়নগুলোতেও ফোরামের সদস্য যুক্ত ও বৃদ্ধির মাধ্যমে ফোরামের কার্যক্রমের পরিধি বাড়ানোর ইত্যাদি প্রস্তাব উঠে আসে।