• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লোকজন ভাড়া করে মারধর ও থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ

ডেস্ক
প্রকাশিত জুন ১০, ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ
লোকজন ভাড়া করে মারধর ও থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠির নলছিটিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকজন ভাড়া করে মারধর ও থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে নলছিটি উপজেলার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

লিখিত বক্তব্যে দেলোয়ারা বেগম জানান,উপজেলার সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত আব্দুল গনি খানের ছেলে লোকমান হোসেন খান আমাদের একই বাড়ির লোক। সে আমার স্বামীর বড় ভাইয়ের ছেলে। তারা বাড়িতে যে জমি পাবেন আমরাও একই জমি পাবো। কিন্তু লোকমান জোরপূর্বক আমাদের জমিও দখল করে নিয়েছেন। আমার ছেলে বাধা দিলে সেটি না মেনে উল্টো আমাদের বিরুদ্ধে মোল্লারহাট পুলিশ কেন্দ্রে একটি মিথ্যা অভিযোগ দিয়েছেন। পুলিশ আমাদের বাড়িতে আসলে পুলিশের সামনে আমার ছেলেকে লোকজন দিয়ে মারধর করেছে।আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করছি যাতে আমাদের এভাবে হয়রানি না করতে পারে।

অভিযুক্ত লোকমান হোসেন খান বলেন, আমি একটি অভিযোগ দিয়েছি। কিন্তু লোকজন ভাড়া করে মারধর করা হয়েছে এটি সত্যি না।

এ বিষয়ে মোল্লারহাট পুলিশ কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, জমিসংক্রান্ত বিরোধ এটি আদালতের বিষয়।পুলিশ হয়রানি করার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে দেলোয়ারা বেগমের ছেলের স্ত্রী জোৎসনা বেগম ও তার ভাইয়ের মেয়ে নুপুর আক্তার উপস্থিত ছিলেন।