• ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিঙ্গার ফ্রিজ কিনে শতভাগ ডিসকাউন্ট পেলেন ময়না

ডেস্ক
প্রকাশিত জুন ৫, ২০২৪, ১৩:৪১ অপরাহ্ণ
সিঙ্গার ফ্রিজ কিনে শতভাগ ডিসকাউন্ট পেলেন ময়না
সংবাদটি শেয়ার করুন....

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কোরবানি ঈদ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইন ‘সিঙ্গার মারহাবা ইস্তানবুল ’-এর আওতায় সিঙ্গার ঝালকাঠি ব্রাঞ্চ থেকে ফ্রিজ কিনে শতভাগ ডিসকাউন্ট পেলেন ময়না বেগম।

বুধবার (৫ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে ১০০% ডিসকাউন্ট তুলে দেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বরিশালের ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদুজ্জামান মুবিন। এসময় ঝালকাঠির ব্রাঞ্চ ম্যানেজার বেলাল হোসেন ও ক্রেডিট ইন্সপেক্টর মাহমুদ উপস্থিত ছিলেন।

ময়না বেগম বলেন, ১০০% ডিসকাউন্ট পাবো যা কল্পনাই করিনি কখনও। সিঙ্গার আরও জনপ্রিয় হোক এটিই আমার প্রত্যাশা।

ঝালকাঠির ব্রাঞ্চ ম্যানেজার বেলাল হোসেন বলেন, আমার গ্রাহক এই ফ্রিজটা পেয়েছে এটা আমি আনন্দ প্রকাশ করতে পারবো না। আমি চাই বাংলাদেশের সবাই এরকম উপহার জিতে নিবে।সবাই জানো সিঙ্গারকে ভালোবাসে সিঙ্গার ব্যবহার করে।

বরিশালের ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদুজ্জামান মুবিন বলেন, সারা বাংলাদেশে আমাদের ৪৮০ টি শোরুম আছে। প্রতিটা শোরুমে ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে অফার চলতে আছে। প্রতিবারের ন্যায় এবারও এই অফারটা চলতে থাকবে।