• ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেয়র হতে চান সাইদ মোল্লা

ডেস্ক
প্রকাশিত জুন ৭, ২০২৪, ১৩:০৬ অপরাহ্ণ
মেয়র হতে চান সাইদ মোল্লা
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে পৌর মেয়র পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছেন সমাজসেবক সাইদুর রহমান সাইদ মোল্লা।

নলছিটি পৌরসভার উন্নায়নে পৌরবাসিকে একটি আধুনিক মানের মডেল পৌরসভা উপহার দিতে তিনি পৌরবাসিকে স্বপ্ন দেখাচ্ছেন।ইতিমধ্যে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা করেছেন তিনি।

এ বিষয়ে নলছিটি পৌরসভার মেয়র পদপ্রার্থী সাইদুর রহমান সাইদ মোল্লা বলেন, পৌরবাসি আমাকে সমার্থন করলে একটি আধুনিক মানের মডেল পৌরসভা উপহার দিতে চাই। পৌর বাসির দীর্ঘ দিনের চাওয়া পাওয়া ও অসামাপ্ত কাজ করে পৌরবাসির স্বপ্ন পূরণ করতে চাই।

পৌরসভার একাধিক বাসিন্দা জানান,সাইদ মোল্লা অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করেন।মেয়র প্রার্থীদের মধ্যে তিনিই আলোচনার শীর্ষে রয়েছেন।তিনি মেয়র হতে পারলে একটি আধুনিক পৌরসভা গড়তে পারবেন।