• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে এক সপ্তাহে নিহত ৩২

ডেস্ক
প্রকাশিত মে ৩০, ২০২৫, ১৩:৫২ অপরাহ্ণ
পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে এক সপ্তাহে নিহত ৩২
সংবাদটি শেয়ার করুন....

পাকিস্তানে মৌসুমি ঝড়-বৃষ্টির জেরে এক সপ্তাহে নিহত হয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। নিহত ৩২ জনের মধ্যে ৫ জন প্রাণ হারিয়েছেন আজ শুক্রবার; তাদের সবার বাড়ি উত্তরপশ্চিামঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়।

পাকিস্তানের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। শনিবার পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

নিহতদের মধ্যে ৩০ জন প্রাণ হারিয়েছেন বাড়িঘরের দেওয়াল কিংবা ছাদ ধসে। অপর ২ জন মারা গেছেন উপড়ে যাওয়া সোলার প্যানেলের আঘাতে।

চলতি মে মাসের শুরু থেকে ২০ মে পর্যন্ত টানা তাপপ্রবাহ বয়ে গেছে পাকিস্তানের ওপর দিয়ে। আবহাওয়া দপ্তর এক বিবৃতিতে জানিয়েছিল মে মাসে পাকিস্তানের যে স্বাভাবিক তাপমাত্রা, তার চেয়ে চলতি মে মাসের তাপামাত্রা ছিল অন্তত ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে, পাকিস্তান সেসবের মধ্যে অন্যতম। তাপপ্রবাহ, ঝড়-বৃষ্টি ও বন্যায় প্রতি বছরই দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটছে।