সিটিজেন ফাউন্ডেশনের মোল্লারহাট ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার হোসাইনের নির্দেশক্রমে সদস্য গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম খান শাকিল, সদস্য গাজী আরিফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে শনিবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। এতে মো. মাজেদুর রহমানকে আহ্বায়ক, সাইদুল ইসলামকে সদস্য সচিব, বায়েজিদ হোসেন ও মো. রুবাইয়াত ফেরদৌসকে সদস্য করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুরবানি ঈদের পর এ শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।