• ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১২

ডেস্ক
প্রকাশিত জুন ৭, ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ণ
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১২
সংবাদটি শেয়ার করুন....

সিলেটের নজিরবাজারে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠাচ্ছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস। তিনি বলেন, খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহার (পিপিএম) নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।