বীথি শর্মা বনিক //
১২ মে বিশ্বা মা দিবস ছিলো সেই উপলক্ষে ঝালকাঠি এনসিটিএফ ও ইয়েস বাংলাদেশের আয়োজন এক বৃদ্ধ মাকে কিছু দিনের খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।
বৃদ্ধা মায়ের নাম পুতুল কর্মকার(৬৫),স্বামী নিরঞ্জন কর্মকার (মৃত) ২সন্তানের জননী। মা জানান তার দুছেলেই অসুস্থ। একছেলে তার সাথে থাকেন রতন কর্মকার (৩৫) ৪ বছর আগে স্টক করে প্যারালাইজড। এখন কোনো কাজ কর্ম করতে পারেন না। অন্য জন তার সাথে থাকেন না। বৃদ্ধা মা বর্তমানে ৫নং ওয়ার্ড এর শীতলা খোলা এলাকায় থাকেন, লোকনাথ মন্দিরের পিছনে। এক ঝুপড়ি ঘরে রোদ-বৃষ্টিতে কোনো রকমে দিন কাটছে মা ছেলের। থাকা খাওয়ার তাদের কষ্ট হয়।
এই যে পিছনো ঝুপড়ি ঘরটি দেখতে পারছেন এখানে থাকেন। এনসিটিএফ এর সভাপতি জান্নাতুল ইসলাম সহ সভাপতি মৃদুলা ইসলাম রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাজিদ, জেলা ভলান্টিয়ার বীথি শর্মা বনিক ইয়েস বাংলাদেশ