• ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১৪ বছর পরে হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

ডেস্ক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৪, ১৮:২০ অপরাহ্ণ
১৪ বছর পরে হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুরের চাঞ্চল্যকর নাসিমা হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি স্বামী নজরুল ইসলাম কে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ৮

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর উপ-পরিচালক লেঃ কমান্ডার মুহতাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া নজরুল ইসলাম খান (৫৩) পিরোজপুর সদরের চলিশা এলাকার মৃত জবেদ আলী খানের ছেলে।

জানা গেছে,২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর জেলা সদরের ধূলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়া তলা এলাকার একটি ডোবা থেকে পেছনে হাত বাধাঁ অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। ।ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মরদেহ সনাক্ত ও মামলার রহস্য ও উদঘাটন করা হয়।পরে আদালতে নাসিমার স্বামী নজরুলকে দোষী সাব্যস্ত করে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০১ ধারায় ০৭ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।পরে র‌্যাব—৮ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।