• ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠির প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সুলতান হোসেন খানের মতবিনিময়

ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১৫:৪৪ অপরাহ্ণ
ঝালকাঠির প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সুলতান হোসেন খানের মতবিনিময়
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন খান প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক দুলাল সাহা, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ,আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য নাসির উদ্দীন কবির,প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সাবেক সহ সাধারণ সম্পাদক কেএম সবুজ,সদস্য শফিউল আলম টুটুল।