• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ব্র্যাক ব্যাংকের কম্বল বিতরন

ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ
ঝালকাঠিতে ব্র্যাক ব্যাংকের কম্বল বিতরন
সংবাদটি শেয়ার করুন....


হাসনাইন তালুকদার দিবস

শীতের প্রকোপে সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে গরম কম্বল নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ব্যাংক। অসহায় ও হতদরিদ্র ১শ জনকে কম্বল দিয়েছেন ব্রাক ব্যাংক পিএলসি ঝালকাঠি শাখা।

শুক্রবার ১৯ জানুয়ারী সকাল ১০টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে দরিদ্র শীতার্থ ১শ জনের হাতে কম্বল তুলে দেন ব্যংক কর্মকর্তারা। কম্বল বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সুলতান হোসেন।

ব্যাংকটির ঝালকাঠি শাখার ব্যবস্থাপক মো. তারিকুর রহমান (তারিক) বলেন, ‘ব্র্যাক ব্যাংক পিএলসি শুধুমাত্র আর্থিক সংস্থারই নাম নয়, এটি এমন একটি সংস্থা যা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রতিটি পর্যায়ে অবদান রাখে।

তিনি আরো বলেন, ‘করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরের অংশ হিসেবে ব্যাংকটি দেশের ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২১টি জেলার সুবিধাবঞ্চিত মানুষকে ৩০ হাজার কম্বল উপহার দিয়েছে।’