ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস.এম. রুহুল আমীন রিজভী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা জাহান সুমির বড় সন্তান সুহৃদ রিজিক দেশের পূর্ণাঙ্গ ইংরেজী মাধ্যমের বোর্ডিং স্কুল হেইলিবেরি ভালুকায় ভর্তির সুযোগ পেয়েছেন।
সুহৃদ রিজিক ১০০% স্কলারশিপ পেয়ে রোববার (১০ ডিসেম্বর) হেইলিবেরি ভালুকায় ভর্তি হন।
এ বিষয়ে এস.এম.রুহুল আমীন রিজভী জানান,আলহামদুলিল্লাহ আমার ছেলে হেইলিবেরি ভালুকায় স্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে সেবা করতে পারে।