• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় একই রশি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার

ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ণ
কুমিল্লায় একই রশি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

কুমিল্লার হোমনা উপজেলায় একই রশিতে মা ও ছেলে মরদেহ ঝুলতে দেখা গেছে। বৃহস্পতিবার( ৮ মে) বেলা পৌনে ১২ টার দিকে হোমনার ভাসানিয়া ইউনিয়নের ফকির পাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ওই এলাকায় বাবুর স্ত্রী সাজিদা আক্তার (২০)এবং তাদের ৩ বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি সাইফুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ দুটো ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় এলাকাবাসী । পুলিশ ঘটনাস্থলে গিয়ে রশি থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর কারণ বা রহস্য জানা যায়নি।

নিহত গৃহবধূর স্বামী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।