মানুষের হাতের তালু চুলকালে টাকা আসে! এই ধরনের মিথ বহুকাল থেকে প্রচলিত আছে।
অনেকে বিশ্বাস করেন হাতের তালু চুলকালে নাকি টাকা আসে। ছেলেদের ক্ষেত্রে নাকি বাম হাত চুলকালে খরচ বাড়ে এবং ডান হাত চুলকালে টাকা আসে।
আবার মেয়েদের ক্ষেত্রে এটা উল্টা হয়। মেয়েদের ক্ষেত্রে বাম হাত চুলকালে টাকা আসে আর ডান হাত চুলকালে পানির মতো টাকা খরচ হয়।
তবে এই টাকা আসার বা খরচ হওয়ারও কয়েকটি নিয়ম আছে। যেমন মনে করা হয়, ছেলেদের ক্ষেত্রে ডান হাত চুলকালে অনেক দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। আর বা হাতের তালু চুলকালে কোনও কিছু কিনতে বা কোনও পরিষেবা পেতে টাকা খরচ হতে পারে।
কেন এমন ধারণা?
এটা আসলে এক ধরনের মিথ। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এই ধারণাকে কুসংস্কারও বলা যায়। প্রাচীন ভারতের বাস্তুশাস্ত্রে এই ধরনের বহু মিথের সন্ধান মেলে। যার সঙ্গে বাস্তবের মিল নেই। এগুলো মানুষ বিশ্বাসও করেন না।