• ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে অভিযানে ৩৩ ইটভাটা বন্ধ, জরিমানা পৌনে ২১ লাখ

ডেস্ক
প্রকাশিত মার্চ ১৪, ২০২৪, ১৭:০০ অপরাহ্ণ
ঝালকাঠিতে অভিযানে ৩৩ ইটভাটা বন্ধ, জরিমানা পৌনে ২১ লাখ
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠি জেলার ৩৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৩ মার্চ) দিনব্যাপী অভিযান পরিচালনা করে জেলার চার উপজেলায় ৩৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া এসময় ২০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও একজনের তিন মাসের জেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বিষয়টি নিশ্চিত করেছেন।

নলছিটি উপজেলার নয়টি ইটভাটায় ১০ লাখ ৫ হাজার টাকা জরিমানা ও একজনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঝালকাঠি সদরে ছয়টি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা ও রাজাপুরে চারটি ইটের ভাটাকে তিন লাখ টাকা ও কাঁঠালিয়া উপজেলা দুটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলার সবগুলো অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩৩টি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। একযোগে চার উপজেলায় আমাদের ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সব অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।