• ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠির শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন শহিদুল আলম

ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৩, ১৫:৩৫ অপরাহ্ণ
ঝালকাঠির শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন শহিদুল আলম
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠির শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার( সিপিও) নির্বাচিত হয়েছেন নলছিটি থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল আলম।

শনিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং ডে – তে তাকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার সাইদ, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ।

এসআই শহিদুল আলম জানান, আমাকে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ (সিপিও ) কমিউনিটি পুলিশিং অফিসার মনোনীত করায় জেলা প্রশাসক স্যার ও পুলিশ সুপার সুপার স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবে।