• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনায় আক্রান্ত আরও ১৫৩ জন

ডেস্ক
প্রকাশিত জুন ২০, ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ণ
দেশে করোনায় আক্রান্ত আরও ১৫৩ জন
সংবাদটি শেয়ার করুন....

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে একই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

এনিয়ে পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪১ হাজার ৬২৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে শনাক্তের হার ৯ দশমিক ২৯ শতাংশ। মোট পরীক্ষায় এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৪৫২ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।