• ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

ডেস্ক
প্রকাশিত জুন ১৪, ২০২৩, ১৬:৫৭ অপরাহ্ণ
শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ—
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পূর্ণাঙ্গ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে (১৪জুন) বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা ও গরিব মেধাবী ছাত্র-ছাত্রী, দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ০৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মন্ডল, আব্দুল খতিব ধাবক, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, ইউপি সদস্য শামীম কবির, আবু তালেব মন্ডল, মতিয়ার রহমান মতি, জিয়াউর রহমান, মোজাম গাজী, আব্দুল মালেক, আজিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার, শারমিন সুলতানা, ছালিমা বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ।