• ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে: পরশ

ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৪, ১৫:২৩ অপরাহ্ণ
অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে: পরশ
সংবাদটি শেয়ার করুন....

অচিরেই বিএনপিকে নিষিদ্ধ করা হবে। যারা যুদ্ধাপরাধীদের দোসর হিসেবে কাজ করে তাদের নির্বাচনে আসার দরকার নেই।

তারা পাকিস্তান চলে যাক। আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল নয়, এ দেশের মাটি ও মানুষের দল।
মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পথসভায় নৌকায় ভোট চেয়ে নেতা কর্মীদের উদ্দেশ্য করে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এ কথা বলেন।

এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে বিপুল ভোটে বিজয়ী করতে যুবলীগসহ সব দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে যুবলীগ সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছে। আজকেও সব আন্দোলন সংগ্রামে যুবলীগ নেতৃত্ব দিচ্ছে। যুবলীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। সারা দেশে তারা নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করছে।

পথ সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ সভাপতি মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, ঢাকা মহানগর উত্তর যুবলীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর, নরসিংদী জেলা যুবলীগ সভাপতি বাবু শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, সহ সভাপতি সামসুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী রিপন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম পারভেজ, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খাঁন, উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভুঁইয়া রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, জেলা পরিষদ সদস্য মিরাজ মাহমুদ মেরাজ, বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু, সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক, চর উজিলাব ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সম্রাটসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।