আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনার কোনো চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন কমিশনার মো. আলমগীর।
সোমবার (১১ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ মুহূর্তে কোনো চিন্তা-ভাবনা করা হয়নি।’
এসময় বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘এই বিষয়টি আমাদের নয়। আমাদের বিষয় সংবিধানে যেভাবে বলা আছে, আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এই বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক। রাজনৈতিক দলগুলো বিষয়টা দেখবে।’
বর্তমান কমিশনের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে দাবি করে মো. আলমগীর বলেন, ‘আমরা এ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছি সবগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। একটি প্রাণও যায়নি। কোথাও মারামারি হয়ে জ্বালাও-পোড়াও হয়নি। প্রত্যেকটি নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে।’
কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থাশীল কি না— জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘আমরা সবার ওপর আস্থাশীল। কারণ যারা নির্বাচনের দায়িত্ব পালন করেন, তারা সবাই পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন। তারা যেহেতু সরকারের, বেসরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা তো ডিসিপ্লিনারির মধ্যে থাকেন। তারা স্থানীয় পর্যায়ের নির্বাচন, উপনির্বাচন, জাতীয় নির্বাচন অনেকগুলো নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। অতএব তাদের প্রতি আস্থা না থাকার কোনো কারণ নেই।’
রাজনৈতিক দলের কতটা আস্থা অর্জন করতে পেরেছে নির্বাচন কমিশন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছি, সবগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। যেখানে সামান্য ত্রুটি হয়েছে সেগুলোও আমরা আমলে নিয়ে ব্যবস্থা নিয়েছি। দায়িত্ব পালনে আমাদের শতভাগ আন্তরিকতা ছিল এবং আমরা মনে করি, জনগণ সেটা ভালোভাবে নিয়েছে।’