• ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার দীপু গেলেন সমাজকল্যাণে

ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৪, ১৫:৩২ অপরাহ্ণ
শিক্ষার দীপু গেলেন সমাজকল্যাণে
সংবাদটি শেয়ার করুন....

দশম জাতীয় সংসদ নির্বাচনে পররাষ্ট্রমন্ত্রী, একাদশে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন ডা. দীপু মনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

এর সরকারের মন্ত্রিসভায় তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে মন্ত্রী পদে শপথ নেন ডা. দীপু মনি। মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডা. দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৬ হাজার ৫৬৬ ভোটে বিজয়ী হন।

১৯৬৫ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে জন্ম হয় দীপুর। তিনি একুশে পদক বিজয়ী ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ এম.এ ওয়াদুদের সন্তান। তার মা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা।