• ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

এই বয়সে নিজ চোখে দেখা:খোকা

ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৩, ১৮:০১ অপরাহ্ণ
এই বয়সে নিজ চোখে দেখা:খোকা
সংবাদটি শেয়ার করুন....

এই শহরে উৎকৃষ্টকে পায়ের তলায় ফেলে
নিকৃষ্টকে বুকে জড়িয়ে নিতে দেখেছি।
এই শহরে নেতা রূপী বহু অভিনেতাও দেখেছি।
এখানে চেয়ারের শক্তিতে মানুষকে অমানুষ হতে দেখেছি।
এখানে যোগ্যদেরকে হারিয়ে যেতে দেখেছি।
এখানে অযোগ্যদের বড় স্থানে বসতে দেখেছি।
দেখেছি এখানে রঙ্গ মঞ্চে কত রঙের খেলা,
আজকে যে বসে সিংহাসনে, কাল সে পালিয়ে যায় ভাসিয়ে ভেলা।
কত ক্ষমতাবানের উত্থান-পতন দেখেছি এখানেই।
সাধুকে চোর বলে, চোরকে সাধু
সব হয় যেখানেই।
এই শহরে ভালোবাসার নামে মানুষকে ঘৃণা ছড়াতে দেখেছি।
ঘৃণা করেও কাছে ডেকে নিয়ে নোংরামিও দেখেছি।
এখানে দেখেছি অন্যায়কারীর অন্যায়কে সবার মুখ বুঝে সহ্য করতে,
দেখেছি এখানে অন্যায় না করেও দোষী হয়ে শাস্তি পেতে।
সবই দেখেছি, সবই দেখেছি
এই শহরে ভাই!
এমন শহরে বাস করি আমি, যেখানে বলার কিছুই নায়

লেখক: মাইনুল ইসলাম খোকা