ঝালকাঠির নলছিটি উপজেলার স্বনামধন্য হাড়িখালী দারুল উলুম ফাজিল ( ডিগ্রী ) মাদ্রাসার উদ্যোগে ১ দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার ( ৪ ডিসেম্বর ) বাদ আছর হাড়িখালী দারুল উলুম ফাজিল ( ডিগ্রী ) মাদ্রাসা ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে হাজার হাজার আলেম ওলামা , বিভিন্ন মাদ্রাসার ছাত্র-ছাত্রী, রাজনীতিবীদ ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের আগমনে বিকেল থেকে আখেরি মোনাজাত পর্যন্ত মাহফিল মাঠ সরগরম ছিল।
হাড়িখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার ( ভারপ্রাপ্ত ) অধ্যক্ষ হযরত মাওঃ মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও পাওতা ইসলামিক কমপ্লেক্সের পরিচালক আলহাজ্ব ডাঃ মোঃ আঃ মালেকের পরিচালনায়, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাড়িখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসার সভাপতি এইস এম . আক্তারুজ্জামান।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও ঝালকাঠি বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই নিজামী ও বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, বাঘীয়া আল-আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বরিশালের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা ডাঃ মোঃ আবু বকর সিদ্দীক।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল হাই নিজামী । মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।