• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য হলেন এনামুল ইসলাম রুবেল

ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৩, ১৮:১০ অপরাহ্ণ
ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য হলেন এনামুল ইসলাম রুবেল
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতিসন্তান এডভোকেট এনামুল ইসলাম রুবেল ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য পদ প্রাপ্তি হয়েছেন।

বরিবার ১২ নভেম্বর দুপুর বিধি অনুযায়ী তার আবেদন ফরম গ্রহন করে স্বাক্ষর করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান রসুল এবং সাধারণ সম্পাদক এডভোকেট বনি আমিন বাকলাইসহ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা।

এনামুল ইসলাম রুবেল জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির যুগ্ম মহাসচিব, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঝালকাঠি জেলা জাতীয় পার্টি (জেপি) সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার পদে যুক্ত রয়েছেন।

নিজ জেলা ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য পদে যুক্ত করায় সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কার্য নির্বাহী পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এনামুল ইসলাম রুবেল।