• ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কত্থক নৃত্যে প্রথম ও মনিপুরী নৃত্যে দ্বিতীয় ঝালকাঠির মারিয়া

ডেস্ক
প্রকাশিত জুলাই ২১, ২০২৩, ১৫:১০ অপরাহ্ণ
কত্থক নৃত্যে প্রথম ও মনিপুরী নৃত্যে দ্বিতীয় ঝালকাঠির মারিয়া
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে কত্থক নৃত্য প্রথম ও মনিপুরী নৃত্যে দ্বিতীয় হয়েছেন ঝালকাঠির যুবলীগ নেতা ছগির হোসেনের মেয়ে সুকন্যা আক্তার মারিয়া।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাকে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

সনদ বিতরণী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো.শওকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটের পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

সুকন্যা আক্তার মারিয়া ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর ছাত্রী।এর আগে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে একাধিকবার পুরষ্কার অর্জন করেন।

সুকন্যার পিতা সমাজসেবক ছগির হোসেন বলেন,আমার খুবই ভালো লাগছে, ভবিষ্যতে সুকন্যা যেন আরও ভালো কিছু করতে পারে এরজন্য সবাইর কাছে দোয়া কামনা করেন।