ঝালকাঠিতে মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন চারজন ।
সোমবার (২৬ জুন) রাত ৯টার দিকে শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেদ কাজী রবিন বাসন্ডা ইউনিয়নের চামটা এলাকার বাসিন্দা উমর কাজীর ছেলেও ঝালকাঠি সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।
আহতরা হলেন—মোটসসাইকেল আরোহী সিয়াম ও সাদী, রিকশা আরোহী মোঃ বেল্লাল মোল্লা ও বাই সাইকেল চালক মোশাররফ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল, রিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেলের ৩ জন আরোহী, রিকশার ১জন ও বাইসাইকেল চালক গুরুতর আহত হন।পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এদের মধ্যে সিয়াম ও রবিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে পথে রবিন মারা যান।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন , সড়ক দুর্ঘটনায় মটোরসাইকেল আরোহী রবিন নিহত হয়েছেন।আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।