• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাসী আয়ের সুবাতাসে বাড়ল রিজার্ভ

ডেস্ক
প্রকাশিত জুন ২৭, ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ণ
প্রবাসী আয়ের সুবাতাসে বাড়ল রিজার্ভ
সংবাদটি শেয়ার করুন....

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জুন মাসে বেড়েছে প্রবাসী আয়। এর প্রভাব পড়েছে রিজার্ভে। ৩০ বিলিয়ন ডলারের নিচে চলে যাওয়া রিজার্ভ আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

গতকাল সোমবার (২৬ জুন) রিজার্ভ ৩১.১৫ বিলিয়ন ডলারে ঠেকে। গত গত ১৫ জুন রিজার্ভ ছিল ২৯.৮৩ বিলিয়ন ডলার।

চলতি জুন মাসের প্রথম ২৫ দিনে গত মাসের চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে চলতি জুন মাসের ২৫ তারিখ পর্যন্ত প্রবাসীরা ২০০ কোটি দুই লাখ ডলার দেশে পাঠিয়েছেন। গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৭ লাখ ডলার।

রিজার্ভ বাড়ার আরেকটি কারণ হলো বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণের ৫২ কোটি ডলারও সোমবার রিজার্ভে যোগ হয়েছে।

ব্যাংকাররা বলছেন, ঈদ ও রমজানকে কেন্দ্র করে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এমনিতেই বাড়ে। তবে গত ঈদুল ফিতরের আগে এপ্রিল মাসে মাত্র ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স আসে। মে মাসে আসে ১৬৯ কোটি ডলার। অথচ আগের বছরের এপ্রিলে যেখানে ২০২ কোটি এবং মে মাসে ১৮৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত দুই হাজার ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের পুরো সময়ে এসেছিল দুই হাজার ১০৩ কোটি ডলার। অর্থাৎ এ বছর রেমিট্যান্স বেড়েছে ৪০ কোটি ডলার বা ১.৯০ শতাংশ।

রিজার্ভের এই ইতিবাচক ধারায় আশাবাদী বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির পরিচালক ও সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভও বেড়েছে। সামনে রিজার্ভ আরও বাড়বে।