• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রথযাত্রায় এসে বাড়ি ফেরা হলো না লিপির

ডেস্ক
প্রকাশিত জুন ২০, ২০২৩, ১৬:০৮ অপরাহ্ণ
রথযাত্রায় এসে বাড়ি ফেরা হলো না লিপির
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে এসে স্ট্রোক করে লিপি শীল (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) বিকেল ৫ টার দিকে শহরের লোকনাথ মন্দিরের সামনে রথযাত্রা অনুষ্ঠানে স্টোক করে তিনি মারা যান।

বিষয়টি ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

নিহত লিপি শীল শহরের কালিবাড়ী রোড এলাকার মৃত ভূবন চন্দ্র শীলের মেয়ে।

ডাঃ হাবিবুর রহমান জানান, ‘ রথযাত্রা অনুষ্ঠানে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক মারা গেছেন।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নাসির উদ্দিন সরকার বলেন, ওই নারী আগে থেকেই অসুস্থ ছিল।রথযাত্রায় এসে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।