• ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

admin
প্রকাশিত জুন ১২, ২০২৩, ১৩:৪২ অপরাহ্ণ
ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
সংবাদটি শেয়ার করুন....

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। রানান্স আপ হয়েছে ঝালকাঠি সরকারি কলেজ।

সোমবার (১২জুন) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সুগদ্ধা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উক্ত বিতর্ক প্রতিযোগিতা। ঝালকাঠি জেলা প্রশাসন, দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির আয়োজনে উক্ত বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ ইমামের সভাপতিত্বে এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝালকাঠির বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের উপসহকারী পরিচালক মো. কামরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুপ্রক সদস্য কাজী শফিকুল ইসলাম, সনাক সদস্য রাবেয়া কবির, কবিতা হাওলাদার, সৈয়দ সালাউদ্দিন ফেরদৌস, মো. ফজলুল হক পবন, সনাকের অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্য সাংবাদিক অলোক সাহা, অংশগ্রহণকারী কলেজের শিক্ষার্থীবৃন্দ ও সনাকের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দ।