• ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষকদের কখনও কর্মচারী ভাববেন না : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

ডেস্ক
প্রকাশিত জুন ৯, ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ণ
শিক্ষকদের কখনও কর্মচারী ভাববেন না : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষকদের কখনও কর্মচারী ভাববেন না। কেননা, শিক্ষকই আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করেন। শিক্ষকতা কোনো চাকরি নয়, এটা একটি মহান পেশা।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে পিরোজপুরের নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও আলিয়া মাদরাসার প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। কেননা, বঙ্গবন্ধু আমাদের মহান শিক্ষক। তাই প্রতিটি শিক্ষার্থীকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শকে জানাতে হবে। আর এর মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ ও নৈতিকতার শিক্ষা গ্রহণ করবে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী।