• ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নির্মাণাধীন ব্রিজে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শ্রমিকের

ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৩, ১৭:৩৬ অপরাহ্ণ
নির্মাণাধীন ব্রিজে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শ্রমিকের
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে আল আমিন হাওলাদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) রাত ৮ টার দিকে উপজেলার বান্দাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন পিরোজপুর জেলার পারের হাট এলাকার মৃত মোশারফ হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , কাঁঠালিয়া উপজেলার বান্দাঘাটা ব্রিজের কাজ করার সময় ভাইবেটার মেশিনে বিদ্যুতায়িত হন শ্রমিক আল আমিন হাওলাদার । পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,মরাদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে একটি অপমৃত্যু (ইউডি)মামলা করা হবে।