পথিকের তৃষ্ণা নিবারণে আগামীকাল ০৬ জুন ২০২৩ তারিখ থেকে নলছিটিতে ফ্রি পানির বুথ করছে বিডি ক্লিন।
তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। এমন অবস্থাতেও যারা পেটের দায়ে রাস্তায় থাকেন, রোদের মধ্যে রিকশা চালানোর মত কঠিন কাজটি করেন অথবা তৃষ্ণার্ত পথিক, তাদের সবার তৃষ্ণা নিবারণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নলছিটি শহরে বাস স্ট্যান্ড পয়েন্টে নিরাপদ সুপেয় পানির বুথ করা হচ্ছে।
মঙ্গলবার এর কার্যক্রমের উদ্বোধন করবেন #আঃ_ওয়াহেদ_খাঁন, মেয়র নলছিটি পৌরসভা ও অনুষ্ঠান পরিচালনা করবেন #শাহাদাত_আলম, উপদেষ্টা বিডি ক্লিন – নলছিটি। বিডি ক্লিন – নলছিটি উপজেলা সমন্বয়ক মো: মারজান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বুথ থেকে পানি সংগ্রহ করা যাবে।
পৌরসভা এলাকায় সর্বত্র সুপেয় পানির ব্যবস্থা না থাকায় পথচারী বিশেষ করে রিক্সা চালক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ পানির কষ্টে ভোগেন। তাদের সেই চাহিদা মেটাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পৌরসভা এলাকার নির্ধারিত নলছিটি বাস স্ট্যান্ড বুথ থেকে বিনামূল্যে সুপেয় পানি সংগ্রহ করা যাবে।