নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবুল কাশেম বাবলুর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেলে নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
নলছিটি পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জি কে মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস.এম রুহুল আমিন রিজভী, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির,নলছিটি উপজেলা যুবলীগের আহবায়ক দুলাল শরীফ,নলছিটি যুবলীগ নেতা লাইজুর রহমান রিয়াজ,গাজী শহিদুল ইসলাম, আবু সাইদ মোস্তফা কামাল,খান মনিরুজ্জামান বিপ্লব প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন।
আবুল কাশেম বাবলু গত ২৪ মে বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৭টার দিকে তিনি মারা যান।