• ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবস পালিত

ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ণ
ঝালকাঠিতে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবস পালিত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ঝালকাঠি জেলা শাখার আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, জাতীয় শ্রমিকলীগ ঝালকাঠি জেলা শাখার আহবায়ক মো. ছবির হোসেন, সদস্য সচিব মো. সুমন তালুকদার, যুগ্ম-আহবায়ক বাহারুল মাঝি, আল-আমিন হোসেন, রিকসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রহমান উপস্থিত ছিলেন। এছারাও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচী পালন করেছে।