নিজস্ব প্রতিবেদক :
প্রতিবারের বারের ন্যায় এবারেও ঝালকাঠির নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে গরিব-অসহায় মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে ঈদবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। সিটিজেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাওসার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, রানাপাশা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার চপল, সুবিদপুর ইউনিয়ন কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, ভেরনবাড়িয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
উদ্বোধনের পর সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক গরিব-অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে। এসব বস্ত্রের মধ্যে ছিল নতুন শাড়ি ও লুঙ্গি।