• ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার সেবার মান উন্নয়নের লক্ষ্যে ঝালকাঠিতে অধিপরামর্শ সভা

ডেস্ক
প্রকাশিত মার্চ ২৭, ২০২৪, ১৪:২৮ অপরাহ্ণ
শিক্ষার সেবার মান উন্নয়নের লক্ষ্যে ঝালকাঠিতে অধিপরামর্শ সভা
সংবাদটি শেয়ার করুন....

প্রাথমিক শিক্ষার মানউন্নয়নের লক্ষ্যে ঝালকাঠির জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ)দুপুর ১২টায় ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে
ওই অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার। সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক সুজিত কান্তি বোসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মু. জাহিদুল কবির তুহিন ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহামেদ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ‘শিক্ষার টেকসই মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোতে টিআইবি তথা সনাক যেসকল কার্যক্রম পরিচালনা করছে তাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষা অফিসের কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধরণের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে যেন অবগত করা হয়। অনিয়মের অভিযোগে একজনকে শাস্তির আওতায় আনতে পারলে অন্যদের মাঝে অনিয়ম করার অভিপ্রায় থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুনাম বৃদ্ধিতে টিআইবি-সনাকের কার্যক্রমগুলোতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের পরিচালনায় সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের দলনেতা মো. রাব্বি সিকদার, সহদলনেতা সুমাইয়া আক্তার সাহারিন, তামান্না ইসলাম, মিতু আক্তার, সনিয়া আক্তারসহ ইয়েস সদস্যবৃন্দ, ইন্টার্ন রিমন মাহমুদ, মো. শাহারিয়া পাপন উপস্থিত ছিলেন ।