পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আজ মঙ্গলবার দুপুরের এক ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কা নগরীর উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি।
জানা গেছে, ওমরাহ থেকে ফিরেই কিং খান ব্যস্ত হয়ে পড়বেন। প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ইন্ডিয়া যাবেন। সেখান থেকে ফিরে ‘রাজকুমার’র শুটিংয়ে যোগ দেবেন। এরইমধ্যে ছবিটির বাংলাদেশের অংশের কাজ প্রায় শেষ। জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।
এর আগেও একাধিকবার ওমরাহ করেছেন শাকিব। কাজের ব্যস্ততা ছিল। তবুও এবারও গেলেন। ওমরাহ শেষে আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে তার।
২০২৪-এ ঢালিউড হবে শাকিবময়। এ বছর মুক্তি পাবে তার তিনটি সিনেমা। অনন্য মামুনের ‘দরদ’ দিয়ে জমিয়ে তুলবেন ভালোবাসা দিবস। ‘প্রিয়তমা’ খ্যাত হিমেল আশরাফের ‘রাজকুমার’ দিয়ে রোজার ঈদ। আর কোরবানি ঈদে সিনেমা হলে তুলবেন ‘তুফান’। এটি নির্মাণ করবেন রায়হান রাফী।