• ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দলনেতা রাব্বী সিকদার, সহ দলনেতা সুমাইয়া শাহরীন ও সাইয়েম শেখ

ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৩, ১৭:২২ অপরাহ্ণ
দলনেতা রাব্বী সিকদার, সহ দলনেতা সুমাইয়া শাহরীন ও সাইয়েম শেখ
সংবাদটি শেয়ার করুন....

টিআইবির উদ্যোগে ঝালকাঠিতে পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। নীতিমালা অনুযায়ী আগামী ০৬ মাস (জানুয়ারী-জুন’২৪) এর জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে মো. রাব্বী সিকদার দলনেতা এবং সহ দলনেতা (নারী) সুমাইয়া আক্তার শাহরীন ও সহ দলনেতা (পুরুষ) সাইয়েম সেখ নির্বাচিত হয়েছেন।

চলমান মেয়াদের (জুলাই-ডিসেম্বর’২৩) ভারপ্রাপ্ত দলনেতা মো. রাব্বী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক ইয়েস সভায় সদস্যদের গোপন ভোটে এ কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন সনাকের সহসভাপতি ও ইয়েস বিষয়ক উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক শিমুল সুলতানা হেপি ও নজরুল ইসলাম তালুকদার এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান। এ সময় প্রার্থীরা তাদের নির্বাচন পরবর্তী সময়ের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং উপস্থিত সকল ইয়েস সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।