টিআইবির উদ্যোগে ঝালকাঠিতে পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। নীতিমালা অনুযায়ী আগামী ০৬ মাস (জানুয়ারী-জুন’২৪) এর জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে মো. রাব্বী সিকদার দলনেতা এবং সহ দলনেতা (নারী) সুমাইয়া আক্তার শাহরীন ও সহ দলনেতা (পুরুষ) সাইয়েম সেখ নির্বাচিত হয়েছেন।
চলমান মেয়াদের (জুলাই-ডিসেম্বর’২৩) ভারপ্রাপ্ত দলনেতা মো. রাব্বী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক ইয়েস সভায় সদস্যদের গোপন ভোটে এ কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন সনাকের সহসভাপতি ও ইয়েস বিষয়ক উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক শিমুল সুলতানা হেপি ও নজরুল ইসলাম তালুকদার এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান। এ সময় প্রার্থীরা তাদের নির্বাচন পরবর্তী সময়ের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং উপস্থিত সকল ইয়েস সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।