• ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নলছিটিতে কেন্দ্র ভিত্তিক শান্তি সমাবেশ

ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৩, ১৫:০১ অপরাহ্ণ
নলছিটিতে কেন্দ্র ভিত্তিক শান্তি সমাবেশ
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে কেন্দ্র ভিত্তিক শান্তি সমাবেশ অনিষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৭ নভেম্বর) বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়া মাধ্যমিক বিদ্যালয় এবং বীর নারায়ন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সমাবেশে কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ঝালকাঠি -৩ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর একান্ত সচিব ফখরুল মজিদ মাহমুদ কিরন।

এসময় নলছিটি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন চৌধুরী,ঝালকাঠী জেলা আওয়ামীলীগ নেতা জি এম ফরহাদ,দপদপিয়া ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মৃধা,উপজেলা আওয়ামী লীগ নেতা আ:জলিল আকন্দ,সেরাজুল ইসলাম সেলিম মোল্লা,সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কাওসার হোসাইন,পৌর আওয়ামী লীগ নেতা জনার্ধন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।