প্রকাশ: 26 November, 2020 1:27 : PM
আরিফুর রহমান আরিফ:
ব্যতিক্রম নলছিটি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কর্মকান্ড। নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জনপ্রিয় ও আস্থায় স্থান দখল করে নিয়েছেন তিনি। ট্রলারের অতিরিক্ত ভাড়া আদায় , বাজার মনিটরিং, ভ্রাম্যমান আদালত পরিচালনা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরতা, নারী ও শিশু নির্যাতন দমনে সরাসরি হস্তক্ষেপ,সাধারন সুবিধা বঞ্চিতদের পাশে দাড়িয়ে সেবা প্রদান, রাস্তা ঘাটের অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা, সরকারী বরাদ্দ নিয়ে নয় ছয় করার চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ জীবনের ঝুঁকি নিয়ে নলছিটি সুগন্ধা নদীর মা ইলিশ রক্ষা অভিযান সহ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এসব ছাড়াও সরকারী কর্মকর্তা কর্মচারীদের আস্থা অর্জন করেছেন তিনি। রাজনৈতিক মহলেও রয়েছে তার ভুয়সী প্রশংসা। এদিকে করোনা ভাইরাস (কোভিড ১৯) নামক প্রাণঘাতি মহামারী ছড়িয়ে পড়লে সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়ন করতে তৎপর হয়ে ওঠেন তিনি। দিন রাত যে কোন প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তাৎক্ষনিক সমাধান মুলক ব্যবস্থা নেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) সাখাওয়াত হোসেন । জানা যায়, নলছিটি যোগদানের পরপরই সমাজের সাধারনের আস্থাভাজন হয়ে ওঠেছেন তিনি। অসহায় গরীব দুঃখী মানুষের যেকোন সমস্যা সমাধান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।