প্রকাশ: 29 August, 2020 6:05 : PM
মিলন কান্তি দাস:
নলছিটিতে আশীষ মন্ডল একাদশ ও বাপ্পী মজুমদার একাদশ’র মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শনিবার দুপুরে পৌরসভার মাটিভাঙা এলাকার সুগন্ধা নদী তীরের মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ নির্ধারিত সময়ে গোল শূন্য থাকলে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে আশীষ মন্ডল একাদশ বাপ্পী মজুমদার একাদশকে ৫/২ ও ৫/১ গোলে পরাজিত করে। আশীষ একাদশ’র পক্ষে খেলায় অংশ নেন সাইফুল,অন্তু,রবিন,সুজন,রাসেদ, মৃণাল, শাহাদাৎ,মোস্তাইন,রুবায়েত, সঞ্জীব এবংআশীষ মন্ডল(দলনেতা) অপর দিকে বাপ্পী মজুমদার একাদশ’র পক্ষে রিয়াজ,সুজন,ফেরদৌস,শাহীন, সাঈদ,মামুন,শান্ত,শাওন,রুবেল,এনাম, মশিউর। মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন মোহম্মদ নুরুজ্জামান ফারুকী। মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠিনলছিটিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি নলছিটিতে আশীষ মন্ডল একাদশ ও বাপ্পী মজুমদার একাদশ’র মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শনিবার দুপুরে পৌরসভার মাটিভাঙা এলাকার সুগন্ধা নদী তীরের মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ নির্ধারিত সময়ে গোল শূন্য থাকলে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে আশীষ মন্ডল একাদশ বাপ্পী মজুমদার একাদশকে ৫/২ ও ৫/১ গোলে পরাজিত করে। আশীষ একাদশ’র পক্ষে খেলায় অংশ নেন সাইফুল,অন্তু,রবিন,সুজন,রাসেদ, মৃণাল, শাহাদাৎ,মোস্তাইন,রুবায়েত, সঞ্জীব এবংআশীষ মন্ডল(দলনেতা) অপর দিকে বাপ্পী মজুমদার একাদশ’র পক্ষে রিয়াজ,সুজন,ফেরদৌস,শাহীন, সাঈদ,মামুন,শান্ত,শাওন,রুবেল,এনাম, মশিউর। মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন মোহম্মদ নুরুজ্জামান ফারুকী।